বারহাট্টায় বিদ্যুৎস্পর্শে গেল স্কুল ছাত্রের প্রাণ
নেত্রকোণার বারহাট্টায় সবজী ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আপন চন্দ্র দাস (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যূ হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিংধা ইউনিয়নের বাসাউড়া গ্রামে এই ঘটনা ঘটে। আপন এই গ্রামের নকুল কুমার দাসের ছেলে ও এলাকার ননি গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
সিংধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছিম উদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকার বাসিন্দা হবিকুল ইসলাম ও কাকাতো ভাই ফনু দাস জানান, আপন চন্দ্র দাস মাগরিবের নামাজের আগে আগে তাদের বাড়ির পিছনের লালশাকের ক্ষেতে পানি দিতে যায়।
এ সময় সবজী ক্ষেতের পাশের মোটরের সাথে সংযুক্ত বৈদ্যুতিক ক্যাবল তার গলায় পেচিয়ে গেলে সে আহত হয়। উদ্ধার করে পার্শ্ববতি মোহনগঞ্জ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আরও পড়ুন: ফখরুল-আব্বাসসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা