বারহাট্টায় বিষপানে কলেজ ছাত্রের মৃত্যু
নেত্রকোণার বারহাট্টায় বিষপানে রাকিবুল হাসান নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার ১১.৩৩ মিনিটের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
রাকিবুল হাসান আসমা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের গ্রামের ফজলু মিয়ার ছেলে ও নেত্রকোণা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাকিবুল হাসান শনিবার রাতে বিষ পান করে ছটফট করতে দেখলে পরিবারের লোকজন তাকে দ্রæত বারহাট্টা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার আকলিমা আক্তার প্রাথমিক সেবা প্রদান করেন।
পরে তার শারীরিক অবস্থা আশংকাজনক দেখতে পেয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।