
মোহনগঞ্জে ঢাকা উত্তর মডেল স্কুলে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
মোহনগঞ্জ উপজেলায় ঢাকা উত্তর মডেল স্কুল শাখার ছাত্র ছাত্রী ও অভিভাবকদের মিলন মেলায় অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান।
বুধবার মোহনগঞ্জ দক্ষিণ দৌলতপুর অবস্থিত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক রইস মনরম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের পরিচালক মহসিন আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল কবীর।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, প্রেসক্লাব সম্পাদক মাসুম আহম্মেদ, এস এ এস সুপার মো. আসাদুজ্জামান, শিক্ষক ফাতেমা জাহান রুপা,সঞ্চালনা করেন, অত্র বিদ্যালয়ের শিক্ষক শেখ লুৎফা।
বক্তারা বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষার্থীদের পড়াশোনার স্মার্ট পদ্ধতি ব্যবহার দেখে প্রশংসা করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত