বারহাট্টায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর নিহত
নেত্রকোনার বারহাট্টায় পানিতে ডুবে জুনাঈদ (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার ১২ ঘটিকায় বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের রৌহা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জুনাঈদ রৌহা গ্রামের টিটন মিয়ার ছেলে। জুনাঈদের মৃত্যুতে রৌহা গ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, জুনাঈদ খেলার ছলে ঘরে থেকে বের হয়ে বাড়ীর পিছনে থাকা পানির গর্তে পড়ে যায়। দীর্ঘ সময় জুনাঈদের সারা না পেয়ে পরিবারের লোকজন তাকে খুজতে বের হয়। পরে বাড়ীর পিছনে থাকা পানির গর্তে জুনাঈদকে ভাসতে দেখতে পায়।
পরে জুনাঈদকে পানির গর্ত থেকে দ্রুত উদ্ধার করে বারহাট্টা সদর হাসপাতালে নিয়ে যায়। বারহাট্টা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা হাসপাতাল থেকে জুনাইদের মরদেহ বাড়ি নিয়ে যায়।
লতিবুর রহমান খান