বারহাট্টায় মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং, জরিমানা
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা লক্ষে নেত্রকোণার বারহাট্টা উপজেলার বিভিন্ন বাজারে বিশেষ মনিটরিং কার্য পরিচালনা শুরু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেল থেকে শুরু হওয়া বিশেষ মনি টরিংয়ের সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে উপজেলা সদরের গোপালপুর ও আসমা বাজারের ৩ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় একজন মোটর সাইকেল চালককেও নিয়ম না মানার দায়ে ৫০০ টাকা জরিমানা করে আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারজানা আক্তার ববি আদালত পরিচালনা করেন।
এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ও অন্যরা উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্তরা হলেন ব্যবসায়ী টিংকু পাল, ইন্দ্র দেবনাথ ও আব্দুল কবির এবং মোটর সাইকেল চালক কায়েস।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান, ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯, ওজন পরিমাপ আইন ২০১৮ এবং মোটর সাইকেল চালককে সড়ক পরিবহণ আইন- ২০১৮ এর বিধানমতে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিককে সাজা দেওয়ার ঘটনায় প্রত্যাহার হচ্ছেন সেই ইউএনও-এসিল্যান্ড
লতিবুর রহমান খান