
ফুলবাড়ীতে ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি প্রবাহের ক্যানেল থেকে সঞ্জিত রায় (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়নের দুধিপুর এলাকা থেকে তার মরদেহসহ পার্শ্বে পড়ে থাকা তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
সঞ্জিত রায় দুধিপুর গ্রামের খগেশ্বর চন্দ্র রায়ের ছেলে এবং তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে সঞ্জিত রায় তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হন। সন্ধ্যায় দধিপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি প্রবাহের ক্যানেলে সঞ্জিত রায়ের ভাসমান দেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি তার বোন জামাই তপন রায়কে জানালে, তিনিসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসব সঞ্জিত রায়কে মৃত ঘোষণা করেন।
সঞ্জিত রায়ের বোন জামাতা (দুলাভাই) তপন রায় বলেন, ক্যানেলের যে স্থানে সঞ্জিত রায়ের লাশ ভাসছিল, তার পার্শ্বেই তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল। এটি হত্যা না আত্মহত্যা কিছুই সঠিকভাবে বলা যাচ্ছে না।
থানার তদন্তকারি কর্মকর্তা এসআই মো. আয়নাল ইসলাম বলেন, লাশের সুরতহাল করতে গিয়ে নিহত সঞ্জিত রায়ের মাথা ও হাঁটুতে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সঞ্জিত রায়ের মৃত্যুর কারণ নিশ্চিত হতে তার মরদেহটি শুক্রবার (১২ এপ্রিল) দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের মৃত্যুর কারণ জানা গেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
আরও পড়ুন: নেত্রকোনায় ‘শিকড় সোসাইটি’ নামক একটি অরাজনৈতিক ও সমাজসেবা মূলক সংগঠনের যাত্রা শুরু
কংকনা রায়