বারহাট্টায় বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় সকল সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ নববর্ষ ১লা বৈশাখ উদযাপিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে বাংলা নববর্ষ ১৪৩১ বরণে এক বর্ণাঢ্য সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বারহাট্টা রেলওয়ে স্টেশনরে এসে শেষ হয়। শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাইনুল হক কাসেম।
মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্বে অন্যদের মধ্যে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল সহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী সহ সর্বস্থরের জাতিগোষ্ঠীর মানুষ নিজস্ব সাংস্কৃতির পোষাকে অংশগ্রহণ করে। ভিন্ন ভিন্ন সাঁজে হাতে ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে শোভাযাত্রাটিতে স্থান পায়।
পরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার বপিব বলেন, যেকোনো ধরনের উৎসব মানেই হলো সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধন। শান্তি ও সম্প্রীতির এ বন্ধন অটুট রাখতে বারহাট্টা উপজেলার সকল সম্প্রদায় বদ্ধপরিকর। আগামীতেও আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে সম্প্রীতির বারহাট্টা গড়তে একযোগে কাজ করে যাবো সেই প্রত্যাশা সকলের কাছে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠিত
লতিবুর রহমান খান