ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-২৬
উপজেলার কোদালধর বাজার হিমালয় ফিলিং ষ্টেশন সংলগ্ন যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২৬ জন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঢাকা অভিমুখী বাসটির সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাসটির সঙ্গে মুখোমুখি হয়। এতে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখেন দুটি বাস উল্টে খাঁদে পড়ে আছে। দ্রুতগতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে থানা পুলিশ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোদালধর বাজারের কাছে পৌছলে শেরপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস দুইটি সড়কের পাশে জমিতে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়েছে।
আরও পড়ুন: ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের স্নানোৎসব পালিত
মো. শামীম হোসাইন