দুর্গাপুরে মাদক বিক্রেতার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুরি গ্রামে মাদক ব্যবাসয়ী ও মাদকাসক্ত ব্যক্তিদের অত্যাচার, যুব সমাজকে মাদক থেকে মুক্তির দাবিতে প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২০এপ্রিল)বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ প্রধান সড়কের পাশে ব্যানার হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।
মাদক ব্যবসায়ীরা হলো শুকনাকুরি এলাকার মৃত সুরুজ আলী মো. রতন মিয়া,মৃত তোতা মিয়ার দুই পুত্র সাগর মিয়া,সোহাগ মিয়া তার স্ত্রী মিনা আক্তার, মৃত লাল মিয়ার পুত্র সোহেল মিয়া,মৃত মিরাজ আলীর পুত্র রাব্বি মিয়া ও, কাছম আলীর পুত্র সালাম মিয়া, মৃত তোতা মিয়ার স্ত্রী নূর জাহান।
মানববন্ধনে বেলাল হোসাইন ক্ষোভ প্রকাশ বলেন, শুকনাকুরি এলাকায় গত কয়েক বছর যাবত গাঁজা ফেনসিডিল ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক সেবন ও ব্যবসার আস্তানা গড়ে উঠেছে। প্রকাশ্যে অগোচরে প্ররোচণা শিকার হয়ে এলাকার তরুণ যুবসমাজ দিনের পর দিন মাদকে আসক্ত হচ্ছে। এর প্রতিবাদ করলে আবার মাদক ব্যবসায়ীরা সাধারণ মানুষকে হামলা ও লাঞ্ছিত করে।
স্থানীয় বাসিন্দা আলাল উদ্দিন বলেন,শুকনাকুরি এলাকার মাদক ব্যবসা কোনরকম বন্ধ করা যাচ্ছে না। বিশেষ করে উঠতি বয়সী ছেলেরা মাদক ব্যবসা জড়িয়ে পড়ছে মাদকে আসক্ত হয়ে যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। প্রশাসনের নজরদারি হস্তক্ষেপ না হলে এই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাদকের আস্তানা আরও গড়ে উঠবে। স¤প্রতি রাস্তাঘাটে ছিনতাই বেড়েছে মাদকাসক্ত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে এলাকায় ইভটিজিং,চুরি, অত্যাচার ছিনতাই বেড়ে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে।
স্থানীয় ইমাম মাওলানা আবু ইউসুফ বলেন, প্রকাশ্যে মাদক মাদক সেবন ও ব্যবসা হচ্ছে স্থানীয় এলাকার মানুষ প্রতিবাদ করলে নিরীহ সাধারণ মানুষের বিভিন্নভাবে মাদক ব্যবসায়ীরা লাঞ্চিত অপমাণিত করে কৌশলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেও পিছপা হয় না। শুকনাকুরি এলাকায় যাতে আগের মতো শান্তি-শৃঙ্খলা ফিরে আসে সাধারণ মানুষে যাতে মাদক ব্যবসায়ীদের হয়রানি থেকে মুক্তি পায় এবং মাদক মুক্ত একটি সমাজ গঠন হয় এজন্য তিনি জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেণ।
আরও পড়ুন: গলাচিপায় স্ত্রীর দাবিতে এক তরুণীর অনশন
কলি হাসান