
পূর্বধলায় জীবিত শিশুসহ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলা ২ বছরের জীবিত শিশুসহ অজ্ঞাত পরিচয় (২৮) এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে বুধবার (২৯ মে ) সকালে শিশু ও অজ্ঞাত নারীকে কাঁচা রাস্তার উপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে শিশুটিকে জীবিত দেখতে পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, জীবিত শিশু ও অজ্ঞাত পরিচয়হীন নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শিশুটিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।