কেন্দুয়ায বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলীর স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউপির বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা জাসদের সাবেক সভাপতি ছাবেদ আলী সাহেবের মৃত্যুতে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকালে উপজেলার আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন, বীরগঞ্জে প্রতিষ্ঠিত সদাচার সামাজিক সংঘ (সসাস) নামে একটি নিবন্ধিত প্রতিষ্ঠান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। সদাচার সামাজিক সংঘের সভাপতি প্রাত্মন শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ও পালা নাট্যকার শফিকুল ইসলাম খান শফিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যানপুত্র এড. রাসেল আহমেদ, জয়নাথ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের, প্রাত্মন শিক্ষক আব্দুল গনি, আঃ রাজ্জাক, আব্দুর রউফ, আব্দুল মুমিন, আব্দুল হেলিম, ইকবাল হাসান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সিদ্দিকুর রহমান, সাহিত্যিক আবুল কালাম আল আজাদ, আব্দুল আউয়াল বকুল, সসাস এর সহসভাপতি শিক্ষক মুখলেছুজ্জামান সেলিমসহ প্রমূখ।
স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী সাহেবের সংগ্রামী জীবনীগ পাঠ করেন শিক্ষক জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী সাহেবের ১৯২৪ সনে জন্মগ্রহণ করেন এবং ১০ মে ২০২৪ সনে তিনি মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : মসিকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন