ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত
“স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮জুন) উপজেলা ভূমি অফিস চত্তরে ৭ দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান,ইউপি সদস্য ও সাংবাদিক জাহিদুল হক মনির, সহকারি শিক্ষক রুস্তম আলী সহ অন্যান্যরা ভূমি সেবা সমূহের বিভিন্ন সুবিধাদি উল্লেখ করে বক্তব্য রাখেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
আরও পড়ুনঃ ফরিদপুরে প্রাইম ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
মোহাম্মদ দুদু মল্লিক