
মোহনগঞ্জে বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করেন এমপি সাজ্জাদুল হাসান
হাওরাঞ্চলকে সবুজে,সাজাতে ও বৃক্ষে পরিপূর্ণ করে তুলতে বুধবার ফলজ,বনজ,ঔষধী ও সৌন্দর্য বর্ধক বৃক্ষ রোপনের ব্যপক কর্মসূচি পালন করেছেন নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ওপর্যটন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান।
তিনি বুধবার মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে উপজেলা প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন। পরে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ও বড়তলী হতে তেতুলিয়া রাস্তায় বৃক্ষ রোপন করেন।
এসকল কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, পৌর মেয়র লতিফুর রহমান রতন, ইউ এন ও রেজুয়ানা কবির, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী আক্তার প্রমূখ।
আরও পড়ুন: কেন্দুয়া উপজেলা পোস্ট মাষ্টার শাহেদুন্নাহারকে সাময়িকভাবে বরখাস্ত
মাসুম আহম্মেদ