কেন্দুয়ায় এক কিশোরীর আত্মহত্যা
রংপেন্সিল ভেঙ্গে ফেলায় ছোট ভাইয়ের প্রতি রাগ, মায়ের ধমকে অভিমান করে তমা আক্তার নামে এক কিশোরী শিক্ষার্থীর আত্মহত্যা।
ঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের আংগারোয়া গ্রামে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে।
তমা আক্তার বাঁশআটি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং আংগারোয়া গ্রামের গিয়াস উদ্দিনের কন্যা।
বাঁশআটি উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার ফারুক বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার বিকালে বাড়িতে রংপেন্সিল নিয়ে ছবি আঁকার কাজ করছিল ৮ম শ্রেণীর ছাত্রী তমা আকতার।
এ সময় তার ছোট ভাই দুষ্টুমি করে রংপেন্সিল ভেঙ্গে ফেলে। তমা ছোট ভাইয়ের সাথে রাগারাগি করলে মা এসে মেয়েকে ধমক দেয়। একটু পরেই তার ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তমা আক্তার। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, পরিবার বলেছেন রংপেন্সিল নিয় অভিমান করে আত্মহত্যা করে থাকবে কিশোরীটি।
মরদেহ উদ্ধার করে শুক্রবার দুপুরে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
আরও পড়ুনঃ কাজের মেয়াদ শেষ হলেও নির্মাণ হয়নি ব্রীজ
রাখাল বিশ্বাস