
মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় নৃপেন্দ্র দেবনাথ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে গত ২১ ডিসেম্বর শনিবার বিকেল ২টার দিকে। নিজ জমিতে কীটনাশক প্রয়োগ শেষে বাড়ি ফেরার পথে গলহা উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় মধ্যনগর-কলমাকান্দা সড়কে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে গাজীপুর চৌরাস্তায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
ঘাতক মোটরসাইকেল চালক রনি সরকার (২২), মাইজপাড়া গ্রামের রতন সরকারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সজিব রহমান।
সুরঞ্জন তালুকদার