মোঃ নাসির মিয়া। ছবি: সংগৃহীত
জৈন্তাপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ১০ বস্তা ভারতীয় চিনি ও একটি নোহা মাইক্রোবাস সহ একজনকে আটক করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ, সিলেট রিজিয়ন। আটককৃত ব্যাক্তি জৈন্তাপুর উপজেলার বিরাইমারা গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ নাসির মিয়া (২৫)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ আগষ্ট) বেলা (২:৩০) আড়াইটায় সময় গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল হাইওয়ে পুলিশ থানা সংলগ্ন সিলেট তামাবিল মহাসড়ক চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।
এ সময় তামাবিল হাইওয়ে পুলিশ থানার ইনচার্জ মোহাম্মদ ইউনূস আলি'র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সিলেটগামী একটি নোহা মাইক্রোবাস ( ঢাকা- মেট্রো - চ - ১১-৪৪১৫) থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ীর পিছনে থাকা ১০ বস্তা (৫০০ কেজি) চিনি সহ নাসিরকে আটক করা হয়।
এ সময় পুলিশের চেকপোস্ট দেখে গাড়ী থামাবার পূর্বেই গাড়ীতে থাকা আরো দুই চোরাকারবারি লাফিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ জানায় আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫ হাজার টাকার মত। এ ঘটনায় মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের ইনচার্জ মোহাম্মদ ইউনূস আলি। তিনি জানান উক্ত ঘটনায় অজ্ঞাতনামা দুইজন ও আটক একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে তিনি নিশ্চিত করেছেন।
গোলাম সরওয়ার বেলাল