কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে ১৮ লাখ টাকার মালামাল জব্দ
নেত্রকোনার কলমাকান্দায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৫০০ কেজি (৫০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে লেংগুরা ইউনিয়নের ক্যাপাসিটি মোড় এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া ওই এলাকার একটি গুদাম ঘরে নোংরা পরিবেশে ভারতীয় চিনি থেকে প্রস্তুত করা ৬ হাজার ৮৫৮ কেজি মিশ্রি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১০ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।
তাছাড়া ওই গুদাম ঘর থেকে ৪ লাখ ৯ হাজার ৩২০ টাকা মূল্যের ৩ হাজার ৪১১ কেজি গুড় জব্দ করা হয়। এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
এ ব্যাপারে বিজিবি কর্তৃক নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
শেখ শামীম