সিলেটে র্যাবের হাতে আওয়ামী লীগ নেতা আটক
সিলেটের কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আব্দুল্লাহকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫ টায় সিলেটের কোতোয়ালি থানাধীন এলাকার বন্দরবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মীর আব্দুল্লাহ কানাইঘাটের বড়চতুল এলাকার মঈন উদ্দিনের ছেলে।
কানাইঘাট থানায় ২৭ আগস্ট করা একটি মামলার পলাতক আসামি ছিলেন মীর আব্দুল্লাহ। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯/সিলেট