
কেন্দুয়ায় ছাগল চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ আহত ১৫
নেত্রকোনার কেন্দুয়ায় পরিত্যাক্ত ভূমিতে ছাগল চড়ানোর নিষেধ দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
তাদের মধ্যে আহত রুবেল (৩২), অলিদ জাহান (৩০) আনেছা বেগম (৬৫), রনি (২৫), রফিক (২৪), শিপন (২৮), সুলেমান (৩৫), দিলু মিয়া (৩৮), উজ্জল (৩০), মোজাম্মেল (২৩), সুমন (২২) কে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক নূর জাহান পারভিন লিজা মারাত্মক আহত রুবেল, অীলদ জাহান, রনি, রফিক, শিপন ও উজ্জল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বাকিরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন। সংঘর্ষের খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, সোমবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নে হারুলিয়া গ্রামের
ডিএসপিবাড়ি নামে খ্যাত নাজমা আক্তারদের পতিত ভূমিতে একই গ্রামের রহমত উল্লাহর একটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য চড়ানো হয়। এতে আতর আলী গং নিষেধ করলে রহমত উল্লাহ ও আতর আলীর লোকজনের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্রামের উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের ১৫/১৬ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: জগন্নাথপুরে জামাল হত্যায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের