
সাপাহারে জোরপূর্বক জলমহল দখলের অভিযোগ
ঘটনাটি ঘটেছে উপজেলার করমুডাঙা গ্রামের লালমাটিপাড়া বিলে। এ বিষয়ে লালমাটি পাড়ার মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শাহিন আলম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রণমিদ্যা সরকারি জলমহলের প্রায় ২০ একরের উর্ধে ১৪২৯-১৪৩৬ সনের মধ্যে ১৪৩০ সনের ইজারার টাকা পরিশোধ করে লালমাটি পাড়া সমবায় সমিতির সদস্যরা। পরবর্তী সময়ে শান্তি ও শৃঙ্খলার সাথে উক্ত জলমহল ভোগ দখল করতে থাকেন তারা।
ইতিমধ্যে গত ০৫ জুন করমুডাঙা বলদিয়াঘাট গ্রামের মৃত এমাজউদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন, একই গ্রাতের মৃত মতিউর রহমানের ছেলে আনারুল হক, মৃত মিছু শেখের ছেলে আ. আলিম, এরশাদের ছেলে বাবলু, মৃত নুরুল ইসলামের ছেলে হাবিবুর, উত্তর করমুডাঙা গ্রামের আনসার আলীর ছেলে জাহাঙ্গীর সহ আরো ১০/১২ জন মিলে ওই দিন রাত আনুমানিক ১১ টার দিকে অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে ধান চাষের উপযোগী করার জন্য মাটি দিয়ে বাঁধ দেয়।
জানতে পেরে অভিযোগকারী শাহিন ও তার লোকজন মিলে বাধা দিতে গেলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি নিয়ে ৬ জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষরা বলেন, ৭০ বিঘার মতো জমি আমাদের প্রপোজাল করা আছে। যার মধ্যে অনেক জমি জল মহলে থাকার কারনে আমরা বাঁধ দেই।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: দুর্গাপুরে ১৬২ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক