বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা 

প্রকাশিত: ১৯:২৫, ১১ আগস্ট ২০২৩

মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা 

মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা 

দিনাজপুরের ফুলবাড়ীতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় মঈনুল হোসেন (১৮) নামের এক যুবক পিতা-মাতার ওপর অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেছে।  

শুক্রবার দুপুর আড়াই টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এই ঘটনা টি ঘটে। নিহত মঈনুল হোসেন ওই গ্রামের কৃষি শ্রমিক আফজাল হোসেনের  ছেলে এবং পেশায় ভ্যান চালক। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মঈনুল হোসেন কিছুদিন থেকেই পিতা-মাতার কাছে নতুন মোবাইল ফোন কেনার আবদার করে।  পিতা-মাতা দরিদ্র হওয়ায় মোবাইল ফোন কেনার অর্থ যোগান দিতে পারছিলেন না।  শুক্রবার (১১আগস্ট) মঈনুল হোসেনের পিতা আফজাল হোসেন কৃষি কাজের জন্য বাড়ি থেকে বেড়িয়ে পড়লে মঈনুল হোসেন স্থানীয় গরু ব্যাপারীদের বাড়িতে ডাকেন। পরে তার বাড়িতে থাকা একমাত্র গরুটির দরদাম শুরু করে।

এসময় মঈনুল হোসেনের মা তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং গরু ব্যাপারীরা চলে যায়। পরে মঈনুল হোসেন বাড়ি থেকে বেড়িয়ে সবার আড়ালে বিষ পান করে। এসময় তার মুখ থেকে ফেনা বের হতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আয়নাল হক বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: সিলেট তামাবিল মহাসড়কে মোটর সাইকেল আরোহী নিহত


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 808