শার্শায় পিতাকে পিটিয়ে রক্তাক্ত জখম করল ছেলে
যশোরের শার্শায় আব্দুস সাত্তার সরদার (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে বসতপুর গ্রামের মৃত তাছের সরদারের ছেলে।
জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ছয়টার সময় আব্দুস সাত্তার সরদার চা খেতে বসতপুর বাজারের চৌরাস্তার মোড়ে যায়। সখানে তার উপরে তার বড় ছেলে ইসমাইল ঘুশি ও পোতা ছেলে রাজু বাশেঁর লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত যখন করে। পরে তাকে উদ্ধার করে বাগআঁচড়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
আহত আঃ সাত্তার সরদার জানান, তার বড় ছেলে ইসমাইল সরদার ও পোতা ছেলে রাজু সরদার দীর্ঘদিন ধরে তার কাছে নগত টাকা এবং সম্পদের দাবি করে আসছিল। কিন্তু তিনি দিতে অস্বীকৃতি জানালে তার উপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। তিনি আরো জানান, বড় ছেলে ইসমাইল ও পোতা ছেলে রাজু তার স্ত্রীকেও অর্থাৎ মা'কেও মারধর করে।
ভিকটিমের ছোট ছেলে শামসুর সরদার জানান, একই এলাকার যুবলীগ নেতা কবির ও আমিনুরের ইন্দনে ইসমাইল ও রাজু আামার পিতার উপরে এই পাশবিক নির্যাতন চালিয়েছে। তিনি আরো জানান, আমার পিতা খুবই অসুস্থ, তার হার্টে রিং পরানো আছে। সম্প্রতি তার চোঁখের অপারেশন করানো হয়েছে। আমার অসুস্থ পিতাকে যারা মেরে রক্তাক্ত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বাগআঁচড়া সাশিকো ক্লিনিকের পরিচালক ডাক্তার মমতাজ মজিদ জানান, গতকাল রাত ৮ টার সয়ম আহত অবস্থায় একজন ব্যক্তিকে ভর্তি করা হয়। তার মাথার নিচে নাকের উপরে ক্ষতের চিহ্ন আছে। এ বিষয়ে বাগাআঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বারহাট্টায় শিক্ষক ও কর্মচারী ত্রি-বার্ষিক নির্বাচনে সেক্রেটারী পদে আবু ছিদ্দিক জুয়েলের দৌড়ঝাপ
আবু বকর ছিদ্দিক রনি