বারহাট্টায় শিক্ষক ও কর্মচারী ত্রি-বার্ষিক নির্বাচনে সেক্রেটারী পদে আবু ছিদ্দিক জুয়েলের দৌড়ঝাপ
নেত্রকোণার বারহাটায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেভিট ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা সমাজসেবা অফিসার ও বারহাট্টা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো- অপারেভিট ক্রেডিট ইউনিয়নের লিঃ এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান জানান আগামী ৮ মার্চ ২০২৪ ইং তারিখে সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ৫১৮ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। নির্বাচনে সেক্রেটারী পদে মই প্রতীক নিয়ে মোঃ আবু ছিদ্দিক জুয়েল সরব রয়েছেন। আবু ছিদ্দিক জুয়েল উজানগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার তৈরি করে প্রার্থী তার সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারস্থ হচ্ছেন। ভোটার ছাড়াও তিনি সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করছেন।
সেক্রেটারী প্রার্থী মোঃ আবু ছিদ্দিক জুয়েল জানান, আমি উপজেলা শিক্ষক ও কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নির্বাচনে সেক্রেটারী পদে নির্বাচিত হতে পারি তাহলে উপজেলা শিক্ষক ও কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে এ সংগঠনের উত্তরোত্তর সফলতা আনয়নে সচেষ্ট থাকবো। আমি একজন সৎ ও ন্যায় নিষ্ঠবান ব্যক্তি। আমি সম্পূর্ণ এ সংগঠনের উন্নয়ন করার জন্য প্রার্থী হয়েছি।
আমি আশাবাদী আমাকে একজন যোগ্য প্রার্থী বিবেচনা করে ভোটরারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তার সমর্থক উজানগাও গ্রামের মিস্টার মিয়া জানান, আবু ছিদ্দিক জুয়েল সৎ ও ন্যায় নিষ্ঠবান কর্মী থাকায় আমি আমার গ্রামের অন্যান্য লোকজন নিয়ে তার নির্বাচনী কাজে একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছি। এ নির্বাচনে অধিকাংশ ভোটারের তার সমর্থন রয়েছে।
আরও পড়ুন: ১১তম হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’র নিবন্ধন শুরু
লতিবুর রহমান খান