
মোহনগঞ্জে আ.লীগের হামলায় বিএনপি নেতা ও তার ছেলে আহত
নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয়ে আলোচনাকে কেন্দ্র করে আ.লীগ নেতা-কর্মীদের হামলায় লাল মিয়া(৪৯) নামে এক বিএনপি নেতা ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
আহত পিতা-পুত্রকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হলে আশঙ্কাজনক অবস্থায় বিএনপি নেতা লাল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের খুরশিমূল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটি গঠন নিয়ে আলোচনা করার সময় এ হামলার ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতা লাল মিয়া মাঘান-সিয়াধার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। এ ঘটনায় ওই রাতেই আহত বিএনপি নেতা লাল মিয়া বাদি হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সিরাজ মিয়াসহ (৭০) ১২ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ, হাসপাতাল ও অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় খুরশিমূল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটি গঠন নিয়ে স্থানীয় বেশ কয়েকজন গন্যমাণ্য ব্যক্তি বিদ্যালয় প্রাঙ্গনে বসে আলোচনা করছিলেন। এ নিয়ে আলোচনার এক পর্যায়ে দাসপাড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি সিরাজ মিয়ার ছেলে আরিফ মিয়ার সাথে বিএনপি নেতা লাল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে ইউনিয়ন আ.লীগ নেতা সিরাজ মিয়ার নির্দেশে তাঁর লোকজন লাল মিয়াসহ তার ছেলে পায়েল মিয়ার উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে পিতা ও পুত্র দুইজনকে গুরুতর আহত করে।
পরে স্থানীয় লোকজন তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তী করেন। সেখানে বিএনপি নেতা লাল মিয়ার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়া বলেন, আমি ঘটনার সময় মোহনগঞ্জ উপজেলা সদরে ছিলাম। এ ঘটনায় আমাকে অভিযুক্ত করা সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ন ছাড়া আর কিছুই না। তবে এ ঘটনার খবর পেয়ে আমি বাড়িতে গিয়ে যেটুকু জেনেছি,বিএনপি নেতা লাল মিয়া মূলত ওইদিন মদ পান করে সেখানে এলাকার অনেককেই অকথ্য ভাষায় গালমন্দ করার এক পর্যায়ে স্কুলের বারান্দায় পরে গিয়ে আঘাত পেয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: শ্রীনগরে মোটরসাইকেল চালকের মৃত্যু
হাফিজুর রহমান চয়ন