বারহাট্টায় চার পরীক্ষার্থী বহিষ্কার
মাধ্যমিক ও সমমানের পরীক্ষার দশম দিন মঙ্গলবার (১৬মে) নেত্রকোণার বারহাট্টা উপজেলার বিভিন্ন কেন্দ্রে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম জানান, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষাকক্ষের ভিতরে মোবাইল হ্যান্ডসেট সাথে রাখার দায়ে রসায়ন ও পৌরনীতি বিষয়ের তিন জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী এবং অসদুপায় অবলম্বনের দায়ে এ কে খান দাখিল মাদ্রাসা কেন্দ্রের ইংরেজী দ্বিতীয়পত্রের একজন দাখিল পরীক্ষার্থীকে পরবর্তী পরীক্ষাসমূহের জন্য বহিষ্কার করা হয়েছে।
বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।