শুধু পাঠ্য পুস্তক পড়লেই প্রকৃত মানুষ হওয়া যাবে না: এমপি অসীম কুমার উকিল
শুধু পাঠ্যপুস্তক পড়লেই প্রকৃত মানুষ হওয়া যাবে না, পাঠ্যপুস্তক পড়াসহ সহশিক্ষা কার্যক্রমের প্রতি জোর দিতে হবে। আড্ডা, খেলাধুলা, বির্তক, সিনেমা, নাটক, উপন্যাস, কবিতা, রম্য রচনার বই পড়তে হবে। মানুষকে ভালোবাসতে হবে। প্রেম ভালোবাসা ছাড়া কোন মানুষ বিকশিত হতে পারেনা।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের মোট ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪৪ জনকে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এসবকথা বলেন।
নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিলের সহযোগীতায় কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পাবলিক হল অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকালে এ সংবর্ধনার দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের মেধাবীরাই, আগামী দিনের বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনের মিছিলে সামিল হবে তারা ।
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক আসাদুল করিম মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দু্ল কাদির ভুঞা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভুঞা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল আলম, কেন্দুয়া থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মোঃ আলী হোসেন পিপিএম প্রমূখ।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালি, বানেটেক কারিগরি কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন,দিগলী মাছিয়ালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মুকিবুর রহমান।
জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ইসরাত জাহান প্রীতি , শহীদ স্মৃতি বিদ্যাপীঠের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী কাকলী রানী বিশ্ব শর্মা প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো. তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঁইয়া, মো.ফজলুর রহমান, এনামুল কবীর খান, মো.মাহাবুব আলম বাবুল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি মামুনুর রশীদ মামুন, সাংবাদিক আয়নাল হক, মুজিবুর রহমান, কোহিনূরসহ সূধীমহল উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কেন্দুয়া মাটির সন্তান কথাসাহিত্যিক হুমায়ুন আহম্মেদ এবং ডক্টর জাফর ইকবাল রচিত বই উপহার হিসেবে তুলে দেন।
আরও পড়ুন: ভূমি উন্নয়ন কর অনলাইন রশিদ জালিয়াতি ৩৩ জনের বিরুদ্ধে মামলা ৭ দিনের রিমান্ড আবেদন