
কেন্দুয়ায় গন্ডা ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
নেত্রকোনার কেন্দুয়ায় গন্ডা ডিগ্রি কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগষ্ট) দুপুরে কলেজ হলরুমে অধ্যক্ষ গোলাম কিবরিয়া স্যারের সভাপতিত্বে প্রভাষক আব্দুর রহমান শামীমের সঞ্চালনায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল্লাহ আল জুবায়ের, রুহুল আমিন, মাহাবুব আলম, জাহিদুল আলম, আশরাফুল হক গোলাপ, শর্মিষ্ঠা তালুকদার, সহকারী অধ্যাপক আসাদুল করিম মামুন, মো.শফিকুল ইসলাম, আবু ইউসুফ খান,শেখ কামাল,মোশাররফ হোসেন সহ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সুমাইয়া আক্তার, ইতি আক্তার, ইসতিয়াক আহম্মদ, বদরুন্নেছা বীনা প্রমূখ।
কলেজ অধ্যক্ষ গোলাম কিবরিয়া তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড,যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তোমরা একদিন এ দেশের নেতৃত্বে দিবে, তোমরাই একদিন সোনার বাংলা গড়ে তুলবে। তোমরাই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। এজন্য তোমাদের সোনার মানুষ হিসাবে গড়ে উঠতে হবে।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকমন্ডলি,গভর্নিং বডির সদস্যবৃন্দ,কর্মচারীবৃন্দ এবং একাদশ ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলানা সুলতান মাহমুদ।
আরও পড়ুন: মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানে নারী-শিশুসহ আটক ১৩