আটপাড়ায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৬ আগস্ট) উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আলহাজ¦ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মো: ছানোয়ার উদ্দিন ছানু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুজ্জামান খান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক এ.বি.এম রেজাউল হাবিব ভূঁইয়া কামাল, তানভীর হাসান খান কামাল, সাবেক ছাত্রনেতা মো: নিজাম ইয়ার খান, তানভীর আহমেদ।
উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বললে জানা যায়, জননেত্রী শেখ হাসিনা সকল গ্রুপিং বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন।
সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন পিন্টু সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও অন্যান্য সহযোগী সংগঠনের সমন্বয়ে এই মতবিনিময় সভা করলে আরো সুন্দর হতো। মতবিমিনয় সভায় বিভিন্ন স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাওয়া যায়।
আরও পড়ুন: শ্রীবর্দীতে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
আসাদুজ্জামান খান সোহাগ