হারুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওসি খোকন কুমার সাহার মতবিনিময়
নেত্রকোনার বারহাট্টায় হারুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহার সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে হারুলিয়া উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিয়ে রোধ, সাইবার ক্রাইমসহ সামাজিক নানা বিষয়ে সচেতন করতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ, মাদক, সাইবার ক্রাইম, ইভটিজিং এবং বাল্য বিয়ে নিয়ে সচেতন করতে বারহাট্টা থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে হারুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ও সংশ্লিষ্টদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন কুমার সাহা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হারুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম আজাদ বকুল, প্রধান শিক্ষক মোঃ জুলফিকুর হায়দার মামুন, সাংবাদিক লতিবুর রহমান খান প্রমুখ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, ্#৩৯;শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়। আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করছি।
এতে করে শিক্ষার্থীরা সচেতন হচ্ছে। তারা তাদের পরিবার ও আশেপাশের লোকজনদেরও সচেতন করতে পারবে। যাতে করে অপরাধ কমিয়ে আনা সম্ভব বলে আশা করি।