শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১৬:৫০, ২৪ আগস্ট ২০২৩

আপডেট: ১৬:৫১, ২৪ আগস্ট ২০২৩

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকেএস.এস.সি পরীক্ষা-২০২৩ এ জিপিএ ৫.০০ প্রাপ্ত ২৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃধবার বিকেলে বিদ্যালয় হলরুমে এ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় ভূষণ সাহা রায়ের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বিল্লাল হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন,সহকারি প্রোগ্রামার সামিউল আলম শামীম, সিনিয়র শিক্ষক মুক্তার উদ্দিন,আফরোজা খাতুন, লিটন কুমার সরকার সহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ইউএনও। উল্লেখ্য যে, এ বছর এ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ৫৫ জন।

আরও পড়ুন: ভ্যান চুরির মূলহোতাকে আটক করেছে পুলিশ