তৌসিফুল ইসলাম খান। ছবি: দুর্জয় বাংলা
গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নসহ আটপাড়া উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে জনকল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান সমাজকর্মী ও আটপাড়া উপজেলা বিএনপির আহবায়ক সদস্য তৌসিফুল ইসলাম খান।
তিনি ২০১৯ সালে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলেন। আসন্ন আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী তিনি। তার বাবা আটপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম জহিরুল ইসলাম খান মাজু।
আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তৌসিফুল ইসলাম খান বলেন ‘তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’। এরই অংশ হিসেবে আটপাড়া উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ‘ চেয়ারম্যান’ পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।
বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন। আমার এই পদে আরো যারা প্রার্থী হবেন তাদের মধ্যে জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সকলের দোয়া,সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি ২০১৯ সালের অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। দলীয় কোনো বাধা না থাকলে উপজেলা নির্বাচনে প্রার্থী হবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন: মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক
আসাদুজ্জামান খান সোহাগ