
ধর্মপাশায় ব্রেস্ট ক্যান্সার রোগীর পাশে কেয়ার সাইন ফাউন্ডেশন
সুনামগঞ্জের ধর্মপাশায় মরণ ব্যাধী ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত লাকি আক্তারকে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে কেয়ার সাইন ফাউন্ডেশন। লাকি আক্তার বাড়ি ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামে। দির্ঘ দিন ধরে তিনি ব্রেষ্ট ক্যানসার রোগে ভুগছিলেন। পরিবারের যা কিছু সম্বল ছিল সব বিক্রয় করে লাকি আক্তারের চিকিৎসায় ব্যয় করা হয়েছে।
গত বছরের ১৯ অক্টোবর লাকি আক্তারের ব্রেষ্ট ক্যান্সার এর অপারেশন করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অপারেশনের পর সুস্থ হতে খরচ আরো বেড়ে যায়। ১৫ হাজার টাকা মূল্যের ৬ টি ইনজেকশন ব্যবহার করা জরুরি হয়ে পড়ে।
এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে হিমসিম খাচ্ছে তার পরিবার। এই ব্যয়বহুল চিকিৎসা খরচের সহয়তা দিতে লাকি আক্তারের পাশে দাঁড়িয়েছে একই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর নুর। তার সহযোগিতায় এগিয়ে আসে একটি সামাজিক মানবিক সংগঠন কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন। এই সামাজিক মানবিক সংগঠনটি ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত লাকী আক্তারের যাবতীয় চিকিৎসার ব্যায় ভার বহন।
২৯ মে সোমবার সকাল ১১ ঘটিকার সময় প্রথমে নেয়া ইনজেকশনের নগদ ১৫ হাজার টাকা লাকি আক্তারের হাতে তুলে দেন সংগঠনের লোকেরা।
এ সময় উপস্থিত ছিলেন মাঠ কর্মী মোঃ আব্দুর নুর সহকারি শিক্ষক কাকিয়াম খলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষিকা রুকিয়া বেগম, সহকারী শিক্ষক দীপা রানী তালুকদার প্রমুখ।