কেন্দুয়ায় স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এর আয়োজনে ও হেলথ ওয়াচ এর সহায়তায় মঙ্গলবার দুপুরে উপজেলার কান্দিউড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা তেতুলীয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউল আলম।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রোগ্রাম পরিচালক কোহিনূর বেগম, ঝর্ণা জাহান,তেতুলীয়া সরকারি প্রা:বি: প্রধান শিক্ষক মোতাহার হোসেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ ফারহানা ইয়াসমিন রূপা,স্বাস্ব্য কর্মিদের পক্ষ থেকে শাহাজুল ইসলাম সাজু,বেগম জান্নাত আরা,চায়না আকতার,ইউপি সদস্য আবুল কাশেম,কমিটির সদস্য শহীদুল্লাহ খন্দকার,আলী হোসেন,যুব ফোরামের আরিফ হাসান,আনিছুর রহমান প্রমূখ।
সভায় স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুনঃ কলমাকান্দায় বৃষ্টির জমানো ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু