
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৫০) নামে কুড়ার এক ব্যবসায়ী নিহত হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম ব্যবসায়ী কাজে মোটর সাইকেল যোগে বের হন। ৩ মে বুধবার দুপুরে ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চালিক সড়কে খামার বাজার এলাকায় ট্রাকের সাথে তারঁ গাড়ির সংঘর্ষ হলে ঘটনা স্থলে সে মারা যায়।
নিহত সাইফুল ইসলাম (৫০) উপজেলার বালিখাঁ ইউনিয়নের পাগুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত আতর আলীর পুত্র।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, দূর্ঘটনায় নিহত সাইফুল ইসলামের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: ময়মনসিংহে আদালতের নিষেধাজ্ঞা সত্বেও বহুতল ভবন নির্মাণের অভিযোগ