মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রাহায়ণ ১৪৩০

দুর্জয় বাংলা || Durjoy Bangla

বন্যহাতির আক্রমণে জানমাল ও সম্পদ রক্ষার্থে

বিজিবি’র সীমান্তে জনসচেতনতামূলক সভা 

প্রকাশিত: ২১:৪০, ১৯ মে ২০২৩

বিজিবি’র সীমান্তে জনসচেতনতামূলক সভা 

বিজিবি’র সীমান্তে জনসচেতনতামূলক সভা

সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আয়োজনে সীমান্তে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার  (১৯ মে) দিনব্যাপী বিভিন্ন সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ময়মনসিংহ সেক্টরের দায়িত্বপূর্ণ তিনটি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) সীমান্ত এলাকার ৩৭টি স্থানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার, গর্ণমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের উপস্থিতিতে  জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয় ।

এর আগে বৃহস্পতিবার (১৮ মে) দিনব্যাপী বিভিন্ন সময়ে বিজিবি'র ময়মনসিংহ সেক্টরের দায়িত্বপূর্ণ তিনটি ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি'র ( বর্ডার অবজারবেশন পোষ্ট) সীমান্তে বন্য হাতির আক্রমণ হতে জানমাল ও সম্পদ রক্ষার্থে ভারত ও বাংলদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মাঝে ২৬টি স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জনসচেতনামূলক সভায় বন্যহাতির আক্রমণ হতে সীমান্তবর্তী ফসলি জমি ও জানমাল রক্ষার জন্য স্থানীয় জনসাধারণকে সর্তক থাকার পাশাপাশি হাতির আক্রমণ হতে বাঁচার উপায় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

আজ শুক্রবার রাত ৭ টা ৪৫ মিনিটে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমানের কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: জয়পুরহাটে স্ত্রী-সন্তান হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


Notice: Undefined variable: sAddThis in /home/durjoyba/public_html/details.php on line 798