টঙ্গীবাড়ীতে বজ্রপাতে শিশুর মৃত্যু
নিহত অপূর্ব ওই এলাকার উত্তম মন্ডলের ছেলে। চার ভাই বোনের মধ্যে অপূর্ব তৃতীয়। প্রতিবেশীদের তথ্যমতে, দুপুরে বাড়ির পাশেই বালুর মাঠে বন্ধুদের সাথে খেলা করছিলো সে এ সময় বৃষ্টি শুরু হলে পুকুর থেকে কই মাছ উঠবে দেখার জন্য পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে সে।
পরে বজ্রপাতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পাশ্ববর্তী দোকানদার ও বাড়ির লোকজন এসে অপূর্ব কে উদ্ধার করে টঙ্গীবাড়ী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বলেন আরো আগেই অপূর্ব মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে।
পাচগাও ইউপি চেয়ারম্যান সুমন হাওলাদার বলেন, দুপুরে বজ্রপাতে শিশুটির মৃত্যু হয় পরে আমি থানা পুলিশ কে ফোন দিয়ে বিষয়টি জানাই। এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান জানান, বজ্রপাতে শিশু মৃত্যুর খবর ফোনের মাধ্যমে জানতে পারি।
আরও পড়ুন: কলমাকান্দায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার