
কলমাকান্দায় ইট বোঝাই নৌকা ডুবে একজন নিখোঁজ
নেত্রকোনার কলমাকান্দায় সোনাডুবি হাওরে ইট বোঝাই নৌকা ডুবে মো. আলী শেখ (৩০) নামে একজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার সকাল ১১ টায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের সোনাডুবি হাওরে নাগডরা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত মো. আলী শেখ নামের ওই যুবককের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যুবক মো. আলী কলমাকান্দা সদর ইউনিয়নের নানিয়া গ্রামের মৃত বগলা মিস্তির ছেলে।
জানা গেছে, কলমাকান্দা উপজেলা সদরের একটি ইটভাটা থেকে এক হাজার দুইশো ইট নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে বিশরপাশার নানিয়া গ্রামে নদী পথে যাওয়ার সময় সোনাডুবি হাওরে নৌকা ডুবির দুর্ঘটনাটি ঘটে। এতে নৌকায় থাকা দুইজন হাওরে পানিতে তলিয়ে যায়। এরমধ্যে একজন সাঁতার কেটে হাওর পাড়ে নাগডরা গ্রামে উঠলেও মো. আলী নামে এক যুবক নিখোঁজ রয়েছে। আর দুপুর ১টা ৪৫ মিনিটে মুঠোফোনে কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন খবর পান।
কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, খবর পাওয়ার মাত্রই ময়মনসিংহ ডুবুরি দলের নিকট খবর পাঠানো হয়। পরে ওইদিন বিকাল ৫ টা ২৫ মিনিট ডুবুরি দল কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশনে পৌঁছায় । পরে ইঞ্জিন চালিত নৌকাযোগে ঘটনাস্থলে গিয়ে আমাদের ডুবুরি দলের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছেন।