
সাঁথিয়ায় বিএনপি’র নৈরাজ্য ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
পাবনার সাঁথিয়া থানাধীন নাগডেমড়া ইউনিয়নে জামায়াত বিএনপি'র সন্ত্রাসী নৈরাজ্য ও জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে সাঁথিয়া উপজেলার সোনাতলা উচ্চ বিদ্যালয় মাঠে নাগডেমড়া ইউনিয়ন আওয়ামী লীগ 'খ' শাখার সভাপতি মোঃ আবু সালেকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড. বেলায়েত আলী বিল্লু, উপজেলা আ.লীগের সভাপতি হাসান আলী খাঁন, পৌর মেয়র মোঃ মাহবুবুল আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা সুলতানা শিলা সহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।