
বারহাট্টায় সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
নেত্রকোণার বারহাট্টায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন টেকার (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ০২ (দুই) মাস মেয়াদী “কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং ” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি পরিচালক মোসলেহ উদ্দিন আহমাদ, প্রশিক্ষক মোঃ রাকিবুল হাসান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, জুলফিকার হাসান, আতিকুর রহমান, ফাহমিনা ইয়াসমিন, হলুদা, ইলা চৌধুরী প্রমুখ। শেষে ০২ (দুই) মাস মেয়াদী “কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং ” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের ইতিটানায় ৪০ জন প্রশিক্ষনার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।