
কেন্দুয়া ইপিআই টিকাদান কর্মসূচি বিষয়ক সভা
নেত্রকোনা কেন্দুয়ায় ইপিআই টিকাদান কর্মসূচি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০আগষ্ট) সকালে কেন্দুয়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হল রুমে ইউনিসেফ বাংলাদেশ ও ইসলামিক ফাউণ্ডেশনের যৌথ উদ্যোগে ইপিআই টিকাদান কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক শফিকুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কাবেরী জালাল।
সভায় ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার রেজুওয়ানুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট ফজলুল বারী কাজল, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার আবুল খায়ের মুহাম্মদ মুক্তাছিম বিল্লাহ।
এ সময় কেন্দুয়া উপজেলা বিভিন্ন মসজিদের ১০জন খতিব, ১০জন ঈমাম, ১০জন ইসলামিক ফাউন্ডেশনের প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হাফেজ মওলানা আহম্মেদ শফি।