কেন্দুয়ায় সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নেত্রকোনার কেন্দুয়ায় “সার্বজনীন পেনশন স্কিম” সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে পরিষদ মিলনায়তনে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল শ্রেণির মানুষের সুরক্ষায় এই সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী সার্বজনীন পেনশন স্কিম চালু করেছেন।
বাংলাদেশে সার্বজনীন পেনশন স্কীম একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ্য করে ইউএনও কাবেরী জালাল বলেন, এই পেনশন স্কীম কোন রাজনৈতিক দলের কর্মসুচি নয়। যদি কেউ সার্বজনীন পেনশন স্কীম নিয়ে অযথা উদ্দেশ্যমুলক অপপ্রচার করেন,তা হবে নিন্দণীয়। এটি একটি রাষ্ট্রীয় কর্মসুচি। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সরকারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও কাবেরী জালাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, (কেন্দুয়া-আটপাড়া) সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হোসাইন মোহাম্মদ ফারাবী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলী হোসেন পিপিএম, রূপালী ব্যাংকের ম্যানেজার মোঃ খায়রুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ শহীদুল্লাহ প্রমুখ।
এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া বাজার কমিটির সভাপতি মোঃ এনামুল হক ভূঞা, ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঞা, এনামুল কবীর খান, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী চৌধুরী কাজল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কেন্দুয়াতে সর্দিজ্বর জনিত রোগের প্রকোপ বৃদ্ধি,হাসপাতালে রুগীর চাপ