
টঙ্গীবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
"পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" স্লোগানে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এর আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় শুক্রবার (৮সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা মাঠ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা আফরিন, টঙ্গীবাড়ী থানা ওসি (তদন্ত) শফিউদ্দিন আহমেদ।
এসময় বক্তার বলেন, এখন শুধু স্বাক্ষর দিতে পারলেই হবে না। লিখতে ও পড়তে জানতে হবে, তবেই সাক্ষরতা জ্ঞান হবে। লেখাপড়া না জানা মানে অন্ধ হয়ে থাকা।