
মোহনগঞ্জে খালে মিলল যুবকের লাশ
মোহনগঞ্জ পৌর শহরের শিয়ালজানী খালের দেওথান এলাকায় আবুল হোসেন (২৪) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। সে দেওথান এলাকার সূরুজ্জামানের ছেলে ।
পরিবার সূত্রে জানাগেছে, বুধবার সকাল ৯ টায় শিয়াল জানি খালে আবুল হোসেন এর লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার চাচাতো ভাই মেহেদী হাসান জানান, আবুল হোসেনের বাবা আরও আগেই মারা গেছেন, তার মাও তাকে রেখে অন্যত্র চলে গেছেন , সে তার দাদীর কাছে থাকতো । দুই বছর আগে একটি বিয়ে করেছিল এক সপ্তাহের মধ্যেই তার স্ত্রী চলে যায়।
পরে সে একা থেকে থেকে মাদক সেবনের সাথে জড়িত হয়ে পড়ে। মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে জানা গেছে সে ডেন্ডি নামক মাদক সেবন করতো ডেন্ডি সেবন করলে তখন শরীরে শক্তি থাকেনা। ধারণা করা হচ্ছে সে মাদক সেবন করে খালে পড়ে গিয়ে মারা গেছে। তার লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে । থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।