
কেন্দুয়ায় বঙ্গবাজার মার্কেটের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত
কেন্দুয়ায় দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের (৪ তলা ভিত্তি বিশিষ্ট দ্বিতল) ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউপির বঙ্গবাজারে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
এসময় উপজেলা প্রকৌশলী মোফাজ্জল হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এর আগে গোগবাজার সাইডুলি নদীতে পোনামাছ অবমুক্তকরণ করেন তিনি।