
ঝিনাইগাতীতে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) পালিত
শেরপুরের ঝিনাইগাতীতে জশনে জুলুছে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালিত হয়েছে।যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন উপলক্ষে (২৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ঝিনাইগাতী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ কর্তৃক র্যালী, সংখিপ্ত আলোচনা,মিলাদ-কিয়াম সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন।
সকাল সাড়ে ১০ টায় ঝিনাইগাতী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতির প্রধান ফটক থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সভাপতি ও এনায়েতপুরী পাক দরবার শরীফের এজাজত প্রাপ্ত শিক্ষাদাতা মৌলভি মোহাম্মদ আলী আল মোজাদ্দেদীর নেতৃত্বে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে র্যালীতে কাদরিয়া,চিশতীয়া,নকসা বন্দিয়া, মোজাদ্দেদিয়া এ চার তরিকতের নেজবতের সকল আশেকান জাকেরান হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যুগ দেন।এসময় না'রায়ে তাকবির-আল্লাহু আকবার,নারায়ে রিসালাত-ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধ্বনিতে মুখরিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জামাল উদ্দিন শেখ,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জামালপুর পাক দরবার শরীফের সনদ প্রাপ্ত খলিফা শাহ সুফি কামাল হোসেন,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পীরজাদা ইয়াকুব আলী বুলবুল,প্রতাব নগর গাউসুল আজম পাক দরবার শরীফের খাদেম মো: শামসুল হক আল প্রমুখ।র্যালী শেষে মিল মালিক ও খাদ্য ব্যাবসায়ী কল্যাণ সমবায় সমিতির মাঠ চত্বরে সংখিপ্ত আলোচনা, মিলাত-কিয়াম ও দোয়া পরিচালনা শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে সম্পাপ্তি ঘটে।
আরও পড়ুন: দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে পথ পাঠাগারের মেধা অন্বেষণ প্রতিযোগিতা