
ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে পানিতে ডুবে আনাম মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু পৌর এলাকার মৌজাজ্জাল্লা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে অস্টমী ঘাটে এই ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আনাম দুপুরে খেলার সাথিদের সাথে অস্টমী ঘাটে গোছল করতে যায়। সকলে ফিরে এলেও আনামকে অনেক খোঁজাখুঁজি পর ডুবার পানিতে পাওয়া যায়।
দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু আনামের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার