নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নেত্রকোণার বারহাট্টায় ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। ময়মনসিংহ-মোহনগঞ্জ রেললাইনে বারহাট্টা স্টেশন প্ল্যাটফরমের পূর্বপার্শ্বে বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যায়নি। অপর এক ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষমান আব্দুল হামিদ নামের এক ব্যক্তি অন্যদের কাছ থেকে শোনার কথা বলে জানান, ট্রেন আসার আগে থেকেই লোকটি প্ল্যাটফরমের আনুমানিক ৫০ ফুট পূবে রেললাইনের পাশে দাঁড়ানো ছিলেন।
পরে তিনি চলন্ত ট্রেনের দুইবগীর মাঝখানে লাফিয়ে পড়েন। বারহাট্টা স্টেশন মাস্টার এস এম মোজাম্মেল হক বলেন, ট্রেন আসার সময় আমি কাজে ব্যস্তি ছিলাম। সাড়ে চারটার দিকে দূর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ স্টেশন রেলওয়ে ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য পুলিশ এসেছেন। তারাই আইনগত: ব্যবস্থা গ্রহণ করবেন।