
নেত্রকোণা-৪ আসনে আ.লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাজ্জাদুল হাসান
নেত্রকোণা-৪ মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাহেদ পারভেজ এর বরাবর জমা দিয়েছেন মাননীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান।
তিনি বুধবার তিন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন জমা দেন। এ আসনে আরও যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন, জাতীয় পার্টি মনোনীত মো. লিয়াকত আলী খান, জাসদ মনোনীত মো. মুসফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন নির্ধারণ করেছেন। এ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এর মধ্যে নেত্রকোনা ৪ আসনে ৪ টি মনোনয়ন সংগ্রহ করে একটি জমা হয়েছে।
আরও পড়ুন: মোহনগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক