সাপাহারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন
"প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন" প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৩২ তম আন্তর্জাতিক ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মোস্তাকিম বিল্লাহ্, আরডিও আলমগীর হোসেন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী সহ সদরের প্রতিবন্ধী বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ময়মনসিংহে ১১টি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল