
সিঙ্গাইরে পৌর মেয়রের নেতৃত্বে নৌকার গণজোয়ার
ভোটের বাকি ৫ দিন থাকলেও গণজোয়ারে পরিনিত করে ফেলেছেন মানিকগঞ্জ ২ আসনের মমতাজ বেগম এমপি (নৌকা) মার্কার পক্ষে সিঙ্গাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাসার। বিরামহীন প্রচারণায় মাঠ কাপাচ্ছেন মেয়র বাসার।
গণমানুষের আত্ম রক্ষা ও উন্নয়ন মূলক কাজ পরিপূর্ণ করার সার্থেই দুয়ারে দুয়ারে ভোট চেয়ে বেড়াচ্ছেন মেয়র। প্রতিদিন উঠান বৈঠক থেকে শুরু করে মিছিল মিটিংসহ কোনোটাই বাদ দিচ্ছে না সে।
পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বলেন, আমাদের মানবিক মেয়র আবু নাঈম মোঃ বাসার নৌকার পক্ষে রাতদিনকে এক করে কাজ করে যাচ্ছেন। নিজের পরিবার পরিজনকে ভুলেই নৌকার স্লোগানকে সামনে রেখে আগামী ৭ জানুয়ারি ভোটের মাঠে জনগণকে নৌকা মার্কায় ভোটের আহবান করছেন।
মেয়র আবু নাঈম মোঃ বাসার বলেন, নৌকা মার্কা মানে আমাদের ইজ্জত, নৌকা মানে আমাদের পরিবারে ইজ্জত, নৌকা মানে আমাদের গুটা আওয়ামী লীগের ইজ্জত আর সেই ইজ্জত রক্ষার্থে আমি নিবেদিতপ্রাণ। জান মাল সব ব্যায় করতে পারবো ইনশাআল্লাহ।
আরও পড়ুন: কলমাকান্দায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক আটক